
“দারুণ” উল্লাসিত হয়ে বললেন সৌরভ গাঙ্গুলি। ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে ঋষভ পন্থ যে মেজাজে ব্যাট করলেন ইংল্যান্ড বোলারদের, তা দেখে পন্থকে প্রশংসায় ভরিয়ে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। সোশ্যাল মিডিয়ায় সৌরভ গাঙ্গুলি লেখেন,”কী দারুণ প্রতিভা। চাপের মুখে কী দুর্দান্ত বেটিং। অসাধারণ। এমন ইনিংস প্রথমবারের জন্য নয়, আবার শেষ বারের জন্য নয়। ক্রিকেটের সব ফরম্যাটে আগামীদিনে শাসন করবে । পন্থ ।সর্বকালের সেরা হওয়ার ক্ষমতা আছে। এভাবেই আক্রমণাত্মক খেলা চালিয়ে যাওয়া উচিত। এই কারণেই ও একজন যোগ্য ম্যাচ উইনার”।
Leave a Reply