
একুশের নির্বাচন চলাকালীন নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই ছাত্র-ছাত্রীদের জন্য ১০ লাখ টাকা স্টুডেন্ট লোন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি(Mamata Banerjee)। এখন ফের একবার বিপুল ভোটে জয়ী হয়ে নবান্নের মসনদে বসেছেন তিনি। এখন দরকার প্রতিশ্রুতি পালন। ইতিমধ্যেই কৃষক বন্ধুর ক্ষেত্রে প্রতিশ্রুতি পালন করেছে সরকার। টাকার পরিমাণ প্রায় দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।
এবার অন্যান্য প্রতিশ্রুতি পালনেও এগিয়ে এলো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানালেন আগামী ৩০ জুন থেকেই শুরু হবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড(student credit card) বণ্টনের ব্যবস্থা। এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা অবধি লোন পাবেন ছাত্রছাত্রীরা। যার গ্যারান্টার হবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, স্নাতক, স্নাতকোত্তর, পেশাভিত্তিক কোর্স, ডিপ্লোমা কোর্স, ডক্টরেট, পোস্ট ডক্টরেট ইত্যাদি সমস্ত ক্ষেত্রে এই লোনের সুবিধা ব্যবহার করতে পারবে ছাত্র-ছাত্রীরা।
Leave a Reply