
যে সব পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল বাড়িতে বসে আছেন কাজ পাচ্ছেন না । অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান । তাই আপনাদের জন্য একটা সুখবর রয়েছে কেবলমাত্র নারী দের জন্য । বর্তমানে নারী দের জন্য অনেক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার ও কেন্দ্র সরকার । আর এদের মধ্যে অন্যতম প্রকল্প হল (Pradhanmantri Free Silai Machine Yojana ) ।
Table of Contents
কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবে
বর্তমানে বিভিন্ন দেশের মহিলারা সেলাই মেশিন দিয়ে প্রচুর টাকা ইনকাম করছে ।তাই সরকার মহিলা দের জন্য এই প্রকল্প নিয়ে এসেছে । এই প্রকল্পের মুল উদ্দেশ্য হল নারী দের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা ।এই (Pradhanmantri Free Silai Machine Yojana ) থেকে ৫০ হাজার সেলাই মেশিন দেয় হবে ।এই (Pradhanmantri Free Silai Machine Yojana ) যে গ্রাম এর মহিলা দের জন্য তা নয় । এই প্রকল্পের সুবিধা শহরেরে মহিলারা ও নিতে পারে ।
বর্তমানে কোন কোন রাজ্যে এই প্রকল্প চালু হয়েছে
বর্তমানে অনেক রাজ্য এই প্রকল্প চালু হয়েছে রাজ্য গুলি হল রাজস্থান , কর্ণাটক , বিহার , গুজরাট , হরিয়ানা , উত্তরপ্রদেশ , মহারাষ্ট্র , মধ্যপ্রদেশ , ছত্রিশগড় , কিন্তু পশ্চিমবঙ্গের নারীরা ও এই প্রকল্পে আবেদন করতে পারে
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে
১. যিনি আবেদন করবেন তাকে অবশ্যই ভারতীয় হতে হবে।
২. যে সব পরিবার অর্থনৈতিকভাবে দুর্বল কেবলমাত্র তাদের পরিবারের মহিলারা আবেদন করতে পারবেন ।
৩ যে সব পরিবারের বার্ষিক আয় ১২ হাজার টাকার মধ্যে তারা আবেদন করতে পারবেন ।
৪. যে সব মহিলারা বিধবা বা অক্ষম তারা ও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারে ।
আবেদন করতে কি কি নথীপত্র প্রয়োজন
১. আবেদন কারীর আধার কার্ড জেরক্স কপি
২. আবেদন কারীর বয়সের প্রমানপত্রের জেরক্স কপি
৩. ইনকাম সার্টিফিকেট
৪. বর্তমান মোবাইল নম্বর
৫. আবেদন কারীর পাশপোর্ট সাইজের ফটো
৬. যে সব মহিলারা প্রতিবন্ধী তারা তাদের প্রতিবন্ধী সার্টিফিকেটের জেরক্স কপি
৭. যারা বিধবা তাদের স্বামীর ডেথ সার্টিফিকেটের জেরক্স কপি
৮. বংশগত বা জাতিগত সার্টিফিকেটের জেরক্স কপি
কি ভাবে আবেদন করবেন জেনেনিন বিস্তারিত
১. প্রথমে আপনাকে Goverment Of India এর অফিসিয়াল পেজে গিয়ে www.india.gov.in এ আপনাকে প্রবেশ করতে হবে ।
২. এর পর আপনি পেজে যাবার পর দেকতে পাবেন (Pradhanmantri Free Silai Machine Yojana )। এর লিঙ্ক ওই লিঙ্ক থেকে আপনাকে ফর্মটি ডাউনলোড করতে হবে ।
৩. এর পর আপনাকে ফর্মটি কে প্রিন্ট করে , তার পর ফর্মটি কে পুরুন করে ফর্মটির সঙ্গে সমস্ত নথীগুলো যুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
৪. এর পর যারা এই কাজে নিযুক্ত আছে তারা নথিগুলো ভালো করে দেখে নির্বাচন করবে কারা ফ্রীঁতে সেলাই মেশিন পাবেন।
Leave a Reply