
সমস্ত টেলিকম সংস্থাগুলি যখন রিচার্জ এর দাম বাড়ানোর কথা ভাবছে।তখন স্বস্তির খবর BSNL এর তরফ থেকে । আপনার জন্য এই খবর খুব মূল্যবান প্রমাণিত হতে চলেছে
BSNL লের তরফে খুব সস্তায় গ্রাহকদের জন্য প্ল্যান নিয়ে আসতে চলেছে। যখন অন্যান্য কোম্পানি সাধারণ মানুষের পকেট ঢিলে করার কথা ভাবছে। তখন বিএসএনএল খুব সস্তায় গ্রাহকদের পরিষেবা দিতে মরিয়া। খুব অল্প খরচেই মিলবে ফ্রি কলিং এবং ডাটা
জিও,এয়ারটেল, ভোডাফোন অন্যান্য টেলিকম সংস্থাগুলি ক্ষতির মুখে পড়তে চলেছে। BSNL এমন একটি প্ল্যান নিয়ে এসেছে অন্যান্য টেলিকম সংস্থাগুলির ঘাম ছুটিয়ে দিচ্ছে।49 টাকার প্রিপেড প্ল্যান এমন কিছু দিচ্ছে, যা Airtel এবং Vi ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারে।
প্রথম এয়ারটেল এবং ভোডাফোন 49 টাকার প্ল্যান কোম্পানি তরফ থেকে গ্রাহকদের দেওয়া হয়েছিল। কিন্তু এখন তাঁরা আর এটা করে না।
BSNL লের 49 প্রিপেড প্ল্যানে 100 মিনিট ভয়েস কলিং + 1GB মোবাইল ডেটা পাবেন। 49 টাকা প্লেনের বৈধতা থাকবে মাত্র কুড়ি দিন।
অবশ্যই ব্যবহার করতে পারেন যদি আপনার অনেক কলিং বা ডেটার প্রয়োজনীয়তা না থাকে।এটি সীমাহীন ভয়েস কলিং এবং 1GB মোবাইল ডেটা সহ পাঁচ দিনের বৈধতা দেয়।
Leave a Reply