
মনোজ তিওয়ারির নাম তৃণমূলের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকায়৷
২৪ ফেব্রুয়ারি তৃণমূলের পতাকা তুল্লেন মনোজ তিওয়ারি, তখনই গুঞ্জন ছিল যে তিনি টিকিট পাবেন হাওড়া জেলায়৷ আর সেই জল্পনা সত্যি হল যখন ৫ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সময় মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম ঘোষণা করলেন৷ হাওড়ার শিবপুর কেন্দ্র থেকে ভোটে লড়বেন বঙ্গ ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় দলের ক্রিকেটার মনোজ তিওয়ারি৷
দিন কয়েক আগে দল ছেড়েছেন লক্ষ্মীরতন শুক্লা, এই সময়ে আরেক ক্রিকেটার মনোজের যোগদানকে লক্ষ্মীলাভ হিসেবেই দেখছিল ঘাসফুল শিবির।
গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ৪৮ ঘণ্টা পরেই সভা করে গিয়েছেন হুগলির সাহাগঞ্জে। আজ সেই মাঠেই জবাবী সভা মমতার। আর সেখানেই প্রথম চমক ক্রিকেটার মনোজ তিওয়ারির যোগদান। অন্য দিকে বাংলার মেয়ে মমতা স্লোগান সঙ্গে নিয়ে নির্ঘন্ট প্রকাশের আগে মমতা রাজনৈতিক চমকও দিতে চান, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আর সেই কাজে তাঁর মূল তাস উন্নয়ন। লোকসভা নির্বাচনে হুগলিতে ১০টি আসনে এগিয়ে ছিল তৃণমূল আর ৮ টি আসনে এগিয়ে ছিল বিজেপি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নিজে এসে বিজেপিকে চাঙ্গা করে দিয়ে গিয়েছেন। ফলে মমতার সভা তৃণমূলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
Leave a Reply